বিতর্কটা চলছিল প্রায় ১০ বছর ধরে। এবার সেই সমস্যার সমাধান করল রাজ্য সরকার। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট পাওয়া নিয়ে ক্ষোভ জমছিল। এবার সেই সমস্যার সমাধান করল রাজ্য সরকার।
১০ বছর সন্তোষজনকভাবে কাজ করলে, তিন শতাংশ বাড়তি বেতন বৃদ্ধি হয় শিক্ষকদের।
কিন্তু ২০১৯ সালের রিভিশন অব পে অ্যান্ড অ্যাকাউন্টস (রোপা)-এ একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, ওই ইনক্রিমেন্ট পাওয়ার জন্য একই পদে টানা ১০ বছর কাজ করা বাধ্যতামূলক। এতে প্রধান শিক্ষকরা সমস্যায় পড়েন।
যাঁরা ১০ বছরের মাথায় সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হয়েছেন, তারা ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না। কারণ তাঁদের পদের চরিত্র পাল্টে গিয়েছে। সরকারি শর্তে তা আটকে যাচ্ছিল। কিন্তু রোপার অর্ডারে এর একটি ব্যাখ্যা দিয়ে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এর ফলে কাজে যোগদানের প্রথম দিন থেকে ১০ বছর পূর্ণ করলেই সেই শিক্ষক ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য হবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতো সংগঠন বলেছে, মাধ্যমিকের ক্ষেত্রেও একই অর্ডার বের করা উচিত স্কুলশিক্ষা দপ্তরের। না হলে শুধু শুধু প্রধান শিক্ষকরা বঞ্চিত হবেন।
১০ বছর সন্তোষজনকভাবে কাজ করলে, তিন শতাংশ বাড়তি বেতন বৃদ্ধি হয় শিক্ষকদের।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন