ফের উত্তপ্ত আরামবাগ। অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। এবার এলাকা দখলকে কেন্দ্র করে আরামবাগের কালিপুরে বিজেপি- তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। মারধর করাহয় তৃণমূল কর্মীদের।
প্রতিরোধ করতেই সংঘর্ষ বাধে দু-পক্ষের। সংঘর্ষে আহত দুপক্ষের মোট ১৫জন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় বেশ কয়েকজন দলীয় কর্মী তাঁদের কার্যালয়ে বসে ছিলেন। অভিযোগ, সেসময়ই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়। আহত হন ১০ জন তৃণমূলকর্মী। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেসময় তৃণমূল কার্যালয়ে বসে থাকা কয়েকজন কর্মী তাঁদের উদ্দেশে কটূক্তি করে। বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করাতে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
আহত হন বেশ কয়েকজন বিজেপিকর্মী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয় র্যাফ। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় বেশ কয়েকজন দলীয় কর্মী তাঁদের কার্যালয়ে বসে ছিলেন। অভিযোগ, সেসময়ই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়। আহত হন ১০ জন তৃণমূলকর্মী। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেসময় তৃণমূল কার্যালয়ে বসে থাকা কয়েকজন কর্মী তাঁদের উদ্দেশে কটূক্তি করে। বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করাতে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন