করোনা ভাইরাসের সংক্রমণ কিছুতেই কমছে না রাজ্যে। মঙ্গলবার ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে মৃত্যু হয়েছে ৫০ জনের বেশি। আক্রান্ত আরও ২,৭৫২ জন। যদিও স্বস্তির খবর রাজ্যে সুস্থ হয়ে উঠার হার ৭০ শতাংশের বেশি।
মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এটাই একদিনের হিসেবে সর্বোচ্চ রেকর্ড। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৭৮৫ জন। গতকাল ছিল ১,৭৩১ জন।
শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৫২ জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল আক্রান্ত ২ হাজার ৭১৬ জন। এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৮০ হাজার ৯৮৪ জন। তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন