দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে টুইট করে নিজেই সেই খবর জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
দেশকে করোনামুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কয়েকদিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। এদিন দুপুরে তাঁর পরীক্ষার রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রবিবার দুপুরে নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার এই খবর দেন অমিত শাহ। তিনি লেখেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। আর সেই কারণে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন