অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সিপিআই(এম) নেতা তথা জনপ্রিয় চিকিৎসক ফুয়াদ হালিম। এদিন বিকেলে তাঁকে মধ্য কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বস্তি তাঁর পরিবার এবং অনুরাগী মহলে। বিশেষত ডাঃ ফুয়াদ হালিমের কাছে যাঁরা নিয়মিত চিকিৎসার জন্য যান, তিনি বাড়ি ফেরায় ভরসা পেয়েছেন তাঁরা সবাই।
উল্লেখ্য, তবে অসুস্থতার মাঝেই চিকিত্সক হওয়ার প্রথম দিনে নেওয়া শপথ এখনও পালন করে যাচ্ছেন অক্ষরে অক্ষরে। হাসপাতালের বেডে শুয়ে ফেসবুকে পোস্টে জানিয়ে দিলেন, ডায়ালিসিস বন্ধ হচ্ছে না। গোটা অগাস্ট মাসেও গরিব মানুষদের মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস করাবে কলকতা স্বাস্থ্য সঙ্কল্প। তিনি সিপিআই(এম) নেতা ডাঃ ফুয়াদ হালিম।
২১ জুলাইয়ের দিনই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন হোম আইসোলেশনে থাকার কথা। উপসর্গ শরীরে প্রথম থেকেই ছিল। কিন্তু প্রথমে রিপোর্ট বেশ কয়েকবার নেগেটিভ আগে, এরপর পজেটিভ রিপোর্ট হাতে পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন