দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের দাপট। আর এমন আবহে চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। নন টিচিং পদে কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি(IIT )খড়গপুর। ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি চিফ সিস্টেম ম্যানেজার, সুপারইন্ডিটেন্ডিং ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Loading...
এর পাশাপাশি আরও কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ । আবেদনের সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন নিচের ওয়েবসাইট। ওয়েবসাইটঃ- www.iitkgp.ac.in
অনলাইনে আবেদনের পাশাপাশি আবেদনের একটি কপি প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপির সঙ্গে- Assistant register, Indian Institute of Technology, Kharagpur-721302, West Bengal, এই ঠিকানাতে পাঠাতে হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন