সুন্দরবন অঞ্চলের নদীর ধারে বহু ঘরবাড়ি, একটা সময় ওই সব বাড়ির মাথায় বামপন্থীদের লাল পতাকা উড়তে দেখা যেত। এরপর সময় পেরিয়েছে । ঘাসফুলের দাপটে উড়ে গিয়েছে লাল পতাকা। কিন্তু ধীরে ধীরে সুন্দরবনের এই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে গেরুয়া পতাকার দাপট। বঙ্গে এবার জোরাল থাবা বসাতে শুরু করে দিয়েছে আরএসএস। আর এই লকডাউনকে তারা অন্যতম বড় হাতিয়ার হিসাবে ধরে নিয়েছে।
মোদী সরকারের আচমকা লকডাউন ঘোষণার পরেই রাজ্যে ফিরেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। আশা ছিল সংসার নিয়ে ঘরে ফিরলে অনাহার থেকে বাঁচা যাবে। তবে বঙ্গে ফেরা বহু পরিযায়ী শ্রমিকেরই কর্মসংস্থান সেভাবে হয়নি। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে এবার আরএসএস দীন , দরিদ্র মানুষদের সঙ্গে নিয়ে এগোতে শুরু করেছে। আর তাতেই বঙ্গে বিজেপির শক্তি যে আরও কিছুটা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
ভিন রাজ্য থেকে ঘরে ফিরেও বহু পরিযায়ী শ্রমিক দেখছেন একই পরিস্থিতির শিকার তাঁরা ঘরেও। এমন অবস্থায় সমাজ সেবা ভারতী নামের সংগঠন যা আরএসএস এর একটি অংশ বলে দাবি করা হচ্ছে, সেই সংগঠন এই শ্রমিকদের কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প গড়ছে। ফলে গ্রাম বাংলার বুকে এবার নিজের জমি শক্ত করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন