ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে বৃষ্টি না শুরু হওয়া পর্যন্ত আর্দ্রতাজনিত অশ্বস্তি চলতে থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে আরও শক্তিশালী হবে মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী মঙ্গলবার থেকে প্রবল ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ-কয়েকটি জেলায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আর তাই তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ অগাস্ট থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে মৌসুমি অক্ষরেখা আরও শক্তিশালী হবে। বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন