করোনার কারণে ইতিমধ্যে দেশে বেকারের সংখ্যা কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। এমন আবহে এ বার সরকারি চাকরিতে কোপ বসাচ্ছে কেন্দ্র? শুক্রবার হিসেব বিভাগ ব্যয় সংকোচের ইঙ্গিত দিতেই এমন খবর ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই মর্মেই করা রাহুল গান্ধীর একটি ট্যুইটকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে ওঠে শনিবার। তার পরেই তড়িঘড়ি বিবৃতি জারি করে সেই জল্পনা ওড়ালো কেন্দ্র। কেন্দ্রের বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, কোনও ভাবেই সরকারি নিয়োগ প্রক্রিয়াগুলি স্থগিত করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।
অর্থমন্ত্রকের বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের তরফে যে নোটিশ জারি করা হয়েছিল তাতে আভ্যন্তরীণ কিছু রদবদলের কথা বলা হয়েছে। এর সঙ্গে নিয়োগ রদের কোনও সম্পর্ক নেই। কোনও নিয়োগ প্রক্রিয়াই এখন বাতিল হচ্ছে না।
একই সঙ্গে অর্থমন্ত্রকের ট্যুইটে আরও পরিষ্কার করে বলা হয়, সরকারি পদে নিয়োগের ব্যাপারে কোনও কাটছাঁট হচ্ছে না। যে ভাবে স্টাফ সিলেকশান কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইউপিএসসি এই ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলি পরিচালনা করে তাই অক্ষুণ্ণ থাকবে, প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করবে না কেন্দ্র।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন