লুকিয়ে তৃণমূল নেতা মদন মিত্রর ভিডিওগ্রাফি করার অভিযোগ। আর এই অভিযোগে বালিগঞ্জ থেকে দুই বিজেপি কর্মী সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। যদিও এই ঘটনায় মদন মিত্রকেই পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির সভাপতির প্রশ্ন, অবৈধ কাজ না করলে এত ভয় কিসের মদন মিত্রর? ফেসবুক লাইভে মদন মিত্র জানিয়েছেন, দেখা করতে চেয়ে শুক্রবার বালিগঞ্জে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে আসেন ওই তিনজন।
Loading...
পরে জানা গিয়েছে, ধৃত অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায় বেলঘরিয়ার বাসিন্দা। তিনজনেরই মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণেই মদন মিত্রের উপর গোপনে নজরদারি চালাচ্ছিল ওই তিন যুবক, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায় নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন