আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগ আগেই তুলেছিলেন আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশ। গতকাল আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম দেখে বিস্ময় প্রকাশ করেছে আদালত। এই অনিয়ম সংশোধন করে কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের কাছ থেকে মতামত চেয়েছে আদালত। নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য হলফনামার আকারে জমা দেওয়া হয়েছে।
ওই আপারপ্রাইমারি মামলার ফের শুনানি ছিল এদিন। শুনানি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ৫ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে ছিল। আজও বেশ কিছুক্ষণ শুনানি হয়। তবে কোনও রায় হয় নি। এদিন মূলত পিটিশনারদের পক্ষের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য পেশ করেন। তিনি প্রভিশনাল মেরিট প্যানেলের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন। আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বলা শেষ হয়েছে। উচ্চ প্রাথমিকের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চলতি মাসের ৯ তারিখ। বেলা ২.৩০এর দিকে শুনানি হবে। ওইদিন এসএসসির পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত বলবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন