এদিন আদালতে আপার প্রাইমারিতে নিয়োগ মামলার শুনানি শুরু হয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ৫ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে। আজও বেশ কিছুক্ষণ শুনানি হয়। তবে এদিন কোনও রায় হয় নি। এদিন মূলত পিটিশনারদের পক্ষের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম ব্যানার্জি, সুদিপ্ত দাসগুপ্ত, ফিরদৌস শামিম, সুবীর সান্যাল এবং দিব্যেন্দু চ্যাটার্জী বক্তব্য পেশ করেন।
শুনানি শুরু হওয়ার পর চাকরিপ্রার্থীদের পক্ষের আইনজীবীরা বিচারপতিকে একাধিক তথ্য দেওয়ার পাশাপাশি বলেন পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে উচ্চ প্রাথমিকে। তাই সম্পূর্ণ প্রক্রিয়া টি বাতিল করে, স্বচ্ছতার সাথে পুনরায় ভেরিফিকেশন এবং মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতিকে জানানো হয় উচ্চ প্রাথমিকে এত দুর্নীতি হয়েছে যা একটি একটি করে নির্দিষ্ট করতে গেলে অনেকটা সময় লাগবে। তাই সম্পূর্ণ মেরিট লিস্ট বাতিল করতে হবে এবং পুনোরায় ভেরিফিকেশনের জন্যে ডাকতে হবে। বিচারপতি সব শুনে চলতি মাসের ৯ তারিখ ফের এই মামলার শুনানির দিন স্থির করেছেন।
Loading...
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয়েছে মামলা। ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে ২০১৫ সালে পরীক্ষাও নেওয়া হয়েছিল। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়। তবে সেখান থেকেই সমস্যা তৈরি হয় বলে মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।
এই মামলার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। যদিও দ্রুত শুনানি করে নিয়োগের জট কাটাতে আদালতের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন