প্রায় প্রতিদিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবারের রাজ্যের সামগ্রিক চিত্রটা বেশ উদ্বেগজনক। এদিন রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৩,১৮৮ জন। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩,৭৬৮। ২৯ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে এ মুহূর্তে সক্রিয় কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ২৬,০৬৪ জন। গত ১ দিনে রাজ্যে মোট ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪,৮৯৯ জনের। তবে সুস্থতার পরিসংখ্যানই এখন আশার আলো রাজ্যবাসীর কাছে। সরকারি তথ্য বলছে ২৯ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৮৭.৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৯৬১ জন।
এমন আবহে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ লকডাউনের পর আনলক প্রক্রিয়া শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। কিন্তু এখনও পর্যন্ত বাংলায় খোলেনি কোনও শিক্ষা প্রতিষ্ঠান। আগের নির্দেশিকা অনুসারে আজ বুধবার রাজ্যে স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু মেয়াদ ফুরিয়ে এলেও নবান্নের তরফে কোনও ঘোষণা করা হয় নি। সরকারি ভাবে স্কুল আরও কত দিন বন্ধ থাকবে, তা নিয়ে বিজ্ঞপ্তি জারি না হওয়ার আগে আজ বড়সড় ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উত্তরকন্যায় দ্বিতীয় দিনের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে আইসিডিএস ও স্কুল চালুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "আইসিডিএস স্কুলে যেমন কাজ চলছিল, ঠিক তেমনই চলবে। অক্টোবর-নভেম্বর দু-টি মাস বাড়িয়ে দাও। ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের আইসিডিএস সেন্টারগুলি বন্ধ থাকছে। স্কুল খোলার বিষয়টি কালী পুজোর পরে ভেবে দেখা হবে। এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কারণ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন