দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা এবং পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের নামে এভাবে সরকার কোনও অনুদান দিতে পারে না। এটা আমাদের সংবিধান বিরোধী। এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌরভ দত্ত দুর্গাপুরের এক সিপিআই(এম) নেতা। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বুধবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
সৌরভ দত্ত জানিয়েছেন, "২০১৮ সালে রাজ্য সরকার পুজোর জন্য ১০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তখনই রাজ্য সরকারের তরফে বলা হয়, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের জন্য টাকা দেওয়া হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন