লকডাউন ঘোষণার পরেই বাড়ি ফিরতে কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটেছে শ্রমিকরা। বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে রাস্তাতেই। ভারতে 'শ্রমিক অধিকার' বলে কি আদৌ কোনও বস্তু আছে? এমন প্রশ্ন উঠেছে আগেই। সেই প্রশ্নের বোধহয় জবাব মিলল। OXFAM-র রিপোর্ট বলছে, শ্রমিক অধিকার রক্ষায় একেবারে শেষের দিকে মোদীর ভারত। ১৫৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১ তম।
OXFAM অসাম্য দূরীকরণ সংকল্প সূচক রিপোর্ট বলছে, ১৪১ তম স্থান থেকে ১০ ধাপ পিছিয়ে গিয়েছে ভারত। ১৫৮টি দেশের মধ্যে ঠাঁই হয়েছে ১৫১ নম্বরে।
Loading...
সরকারি কাজেও খুব একটা ভালো জায়গায় নেই ভারত। রিপোর্ট বলছে, ১৪১ তম স্থানে রয়েছে দেশ। অতিমারির জেরে আরও সমস্যা বেড়েছে অনেকটাই। সে কারণে শীঘ্র সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার সুপারিশ করা হয়েছে রিপোর্ট।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন