জনগণের টাকায় ধর্মীয় শিক্ষাদান চলবে না। তাই রাজ্যের প্রতিটি সরকার পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন অসমের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রসঙ্গে তিনি জানান, মাদ্রাসা বন্ধ করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হবে আগামী মাসেই।
তিনি আরও বলেন, "সরকারের টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। সরকার এই মর্মে নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারি করবে। তবে বেসরকারি উদ্যোগে পরিচালিত মাদ্রাসাগুলি সম্পর্কে সরকারের কিছু বলার নেই।" হিমন্ত বিশ্ব শর্মা একথা বলার পরেই প্রতিক্রিয়া জানান এআইইউডিএফ নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল।
আজমলের কথায়, "সরকার কিছুতেই মাদ্রাসা বন্ধ করতে পারে না। বর্তমান সরকার যদি জোর করে মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, আমরা ক্ষমতায় এসেই সেগুলি ফের চালু করব। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ৫০-৬০ বছরের পুরানো।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন