সাত বছরের বেশি সময় ধরে আদালতের দিকে তাকিয়ে আছেন এই রাজ্যের আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশ। এদিন সেই একই ভাবে আদালতের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। এদিন ভাল খবর আসতে পারে, এমন ভাবনা ছিল অনেকের মনে। আদালতের দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার চাকরি প্রার্থী। কিন্তু এদিন কিছুই হল না। আজ আদালতে উচ্চ প্রাথমিকের শুনানি হল না। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত বিশেষ কাজের জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ১৬ তারিখ। ওইদিন বেলা ১১টায় শুনানি হবে। ফলে আরও একবার আশাহত হতে হল হবু শিক্ষকদের।
এমন গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন কেন আদালতে অনুপস্থিত স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত? এই মামলা আদালতে সাত বছরের বেশি সময় ধরে ঝুলছে। কয়েক হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ভর করছে এই মামলার ভবিষ্যতের উপর। তার পরেও কেন অনুপস্থিত কিশোর কুমার দত্ত। রাজ্য সরকার বা কমিশন যদি এই মামলার দ্রুত সমাধান চায়, তাহলে এদিন কেনও অ্যাডভোকেট জেনারেল আদালতে অনুপস্থিত? আসলে সরকার কি চাইছে? প্রশ্ন এক হবু শিক্ষকের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন