করোনা আবহে রাজ্য সহ গোটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্দ আছে। এর ফলে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে? এমন প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যের ১০ লক্ষ ছাত্রছাত্রীদের কাছে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের বা মার্চের প্রথম দিকে মাধ্যমিক না হলে বেশ কয়েক মাস পিছিয়ে গিয়ে বিধানসভা ভোটের পর হতে পারে মাধ্যমিক পরীক্ষা।
রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চন্দ্র মান্না এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এই সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করেন।
Loading...
কতটা সিলেবাস এর ওপর ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয় সিলেবাস কমিটি। আর এর ফলে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া অনেক বেশি কঠিন হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন