সামনেই উৎসবের মরশুম। আর তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রের সরকার। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, উৎসবের ভাতা হিসাবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও অফিসারদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন তথা এলটিসি-র জন্য এদিন নতুন কর ছাড়, ছুটি ও ক্যাশ ভাউচার স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের পাওনা বিশেষ সুযোগ সুবিধার মধ্যে একটি হল এলটিসি। এই এলটিসি নিয়েই এদিন অর্থমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এলটিসি নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে সরকার। চার বছরে এক বার এলটিসি স্কিমের লাভ ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। ভারতের মধ্যে যে কোনও জায়গায় ঘোরার জন্য এবং নিজের হোমটাউনে যাওয়ার খরচ বহন করবে সরকার।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন