উৎসবের মরশুমে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এমন আশঙ্কা চিকিৎসকদের। আর তাই করোনা মোকাবিলায় কোনও সমঝোতা নয়। তাই এদিন নবান্ন থেকে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পুজোর দিনগুলোয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব নিতে বললেন তিনি। ওই কটা দিন ছুটি বাতিল ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালগুলিতে আরও প্রায় ২৫০০ নার্স নিয়োগ হবে এই সময়ে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Loading...
এই সময়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে আগামী দু-দিনের মধ্যে নতুন করে ২৯৪ টি শয্যা বাড়ানো হচ্ছে সরকারি হাসপাতালগুলিতে, আইসিইউ-তে প্রায় ৬০০ অতিরিক্ত শয্যা বাড়ান হচ্ছে। এছাড়া ২৪৭৫ জন নার্স নতুন করে নিয়োগ করছে স্বাস্থ্যদফতর। স্বাস্থ্যকর্তা থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কারও কোনও ছুটি নেই পুজোয়। এমনই কিছু কড়া নির্দেশিকার মাধ্যমে উৎসবের মরশুমে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্রে শান দিতে বললেন মুখ্যমন্ত্রী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন