রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এখনও আপার প্রাইমারিতে নিয়োগ আটকে আছে আইনি জটে। সেই জট কবে কাটবে তা এখনও বলা সম্ভব নয়। শিক্ষক নিয়োগ নিয়ে এমন আবহের মধ্যে ফের বিতর্ক বাড়ল।
রাজ্যে টেট পরীক্ষা নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর অডিও। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিচ্ছেন, শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগ করা এখন সম্ভব নয়।
গতকাল(রবিবার) রাতের দিকে একটি অডিও ক্লিপ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন বিজেপি নেতা অধ্যাপক অনুপম হাজরা। যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে এক টেট পাশ করা ব্যক্তির কথোপকথন শোনা গিয়েছে।
রাজ্যের অনেক সরকারি স্কুলে পড়ুয়ার থেকে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি হয়ে গিয়েছে বলেও ওই ভিডিওতে দাবি করছেন শিক্ষামন্ত্রী। ওই টেট পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীকে জানান যে সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তাঁর(পার্থ চট্টোপাধ্যায়ের) বক্তব্য শুনে তিনি টেট পরীক্ষা দিয়েছিলেন। সেই ভরসাতেই তিনি রয়েছেন। এর জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "আমার ভরসায় থাকবেন না। নিজের যোগ্যতার উপরে ভরসা করুন। আমি আপনাকে টেট পরীক্ষা দিতে বা প্রশিক্ষণ নিতে বলিনি।" আর সংবাদ মাধ্যমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ চটে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, "যে সংবাদ মাধ্যম দেখিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন।"
https://www.facebook.com/anupam.hajra.71/videos/415916889568984/
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন