করোনার কারণে এখনও বন্ধ আছে দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। পড়ুয়াদের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান? যদিও এই নিয়ে নানান খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই খবরের জেরেই ফের স্কুল খোলা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এদিন এই জল্পনা উড়িয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো জানাল, এমন কোনও নির্দেশিকা জারি করেনি কেন্দ্রের সরকার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই রিপোর্টে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রের সরকার। ডিসেম্বর মাসে জানিয়ে দেওয়া হবে কবে স্কুল খুলবে।
যদিও এই রিপোর্ট খারিজ করে টুইট করে প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, স্কুল খোলা ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ান হয়েছে। স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাজ্যগুলির হাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন