নয়া জল্পনা ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারকে নিয়ে। এদিন পিকে-র টিম তাঁর কাছে যাওয়ায় বেশকিছু অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি রবিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁর অনুপস্থিতি নিয়েও মুখ খুললেন বিধায়ক। তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে শনা যাচ্ছে নানা গুঞ্জন।
২৭ ডিসেম্বর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা মেলেনি ডায়মন্ড হারবার কেন্দ্রের বিধায়ক দীপক হালদারের।
কেল্লার মাঠে জনসভায় নিজের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ বিধায়ক। তিনি বলেন, "আমাকে দায়সারাভাবে হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানহয়েছিল।" একইসঙ্গে সমস্ত জল্পনা জিইয়ে রেখে তিনি আরও বলেন, ১৫ জানুয়ারির আগে তিনি কোনও মন্তব্য করবেন না। পাশাপাশি, আগামীতে তিনি রাজনীতিতে থাকবেন কিনা, সেই বিষয়েও এদিন সংশয়প্রকাশ করেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন