সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য ভাল খবর আনল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন দফতর নিগম পর্ষদ ও কেন্দ্র বা রাজ্যের মেয়াদী প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মীদের অর্থ দফতরের আওতায় আনার উদ্যোগ নিল নবান্ন।
যদিও দীর্ঘ দিন এই সব কর্মীরা এজেন্সি বা নিয়োগ সংস্থা থেকে নিজেদের বেতন পেতেন। এবার থেকে সরকারি খাতায় উঠতে চলেছে তাঁদের নাম।
সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। এর পরে অর্থ দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীদের জীবনপুজ্ঞি নবান্নে জমা দিতে হবে।
এমন কর্মীর সংখ্যা ৫০ হাজারের কাছে। এই সব কর্মীরা সরকারের কাছ থেকে বেতন পাবেন। এর পাশাপাশি পরবর্তীকালে চাকরি পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সরকার আপাতত তাঁদের চুক্তি মাফিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নবান্ন সূত্রে খবর, এ ছাড়াও বিভিন্ন দফতরে এজেন্সির মাধ্যমে যারা চাকরি করছেন তাদের নিয়েও ভাবনাচিন্তা করছে সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন