করোনার কারণে প্রায় আট মাসের কাছাকাছি সময় বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এমন সময় কবে হবে গুরুত্বপূর্ণ সব পরীক্ষা, এই নিয়ে বেশ চিন্তিত ছাত্র-ছাত্রীরা।
যদিও এখনও পর্যন্ত দিন ঘোষণা হয়নি ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার। কিন্তু, এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম।
ওই ক্যাম্প অফিসেই নবম শ্রেণির ফিলআপ করা রেজিস্ট্রেশন ফর্ম জমা করা যাবে।
পরীক্ষা প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চ নয়, আগামী বছর জুনে হতে পারে মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা মিটে গেলে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক। জুনের মধ্যেই সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন