শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এখনও মামলার কারণে উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ শেষ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এমন সময় শিক্ষক নিয়োগ নিয়ে সাবধানে পা ফেলতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। যদিও শিক্ষক নিয়োগের নিয়মে অনেকটাই সরলীকরণ করা হবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায় তার জন্য বেশকিছু পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছিল। সোমবার সাঁওতালি মাধ্যমের শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর নয়া বিধি প্রকাশ করল।
১। এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না কোন ইন্টারভিউ।
২। অ্যাকাডেমিক স্কোরে কোন জায়গা থাকছে না।
৩। টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট এবং প্রিলিমিনারি টেস্ট এই দুটির ওপরই নির্ভর করেই হবে শিক্ষক নিয়োগ। তার সঙ্গে হবে ইংরেজি এবং যে মাধ্যমের স্কুলে শিক্ষকতা করবেন সেই প্রার্থী সেই মাধ্যমের ওপর পরীক্ষা। ইংরেজি এবং সংশ্লিষ্ট মাধ্যমে পরীক্ষার জন্য ১০০ নম্বর বরাদ্দ থাকবে। এটার গুরুত্ব থাকবে ১০০ নম্বরের এবং প্রিলিমিনারি টেস্টের গুরুত্ব থাকবে ১০০ নম্বরের। অর্থাৎ মোট ৩০০ নম্বরের নিরিখে পরীক্ষা হবে শিক্ষক নিয়োগের।
৪। শূন্য পদের উপর ভিত্তি করে নামের মেধাতালিকা প্রকাশ হবে। কোন ওয়েটিং লিস্ট থাকবে না।
৫। বিধিতে বলা হয়েছে রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন।
৬। তবে সবক্ষেত্রেই প্রশিক্ষণ বাধ্যতামূলক থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন