একাধিক ইস্যুতে রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ শিক্ষকদের একটা বড় অংশ। রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিমা প্রদান করা হয়েছে আগেই। কিন্তু রাজ্যের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে রাজ্য সরকার। এমনটাই অভিযোগ শিক্ষকদের অনেকের।
সম্প্রতি রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু এই ঘোষণার পরেও এই কার্ডের জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের থেকে মেডিক্যাল এলাউন্স নেওয়া হচ্ছে। যদিও বলা হয়েছিল শিক্ষকদের স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে দেওয়া হবে।
যে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্বাস্থ্যসাথী কার্ড নিতে ইচ্ছুক নন তাদের জন্য সরকারি হেলথ স্কিম চালু করা হোক। অপরদিকে, বিদ্যালয় ও মাদ্রাসার পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন কম হওয়ায় এই হেলথ স্কিম অবশ্যই প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকদের অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন