আপার বিতর্ক কবে যে থামবে তা এখনও জানে না চাকরি প্রার্থীরা। যদিও গতকাল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক পরীক্ষার্থীর ভাগ্য খুলতে পারে। আপাতত উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন কোনও মামলার পথে যাচ্ছে না রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত।
আপারের রায় নিয়ে রাজ্যের পরবর্তী অবস্থান এবং পদক্ষেপ কী হবে তা নিয়েই গতকাল আলোচনায় বসেছিল রাজ্য-স্কুল সার্ভিস কমিশন।
এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে বৈঠকে বসেন এসএসসির আধিকারিকরা। আপাতত ভেরিফিকেশন পর্ব শুরু করুক এসএসসি। প্রয়োজনীয় পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে নেওয়া হবে। সোমবার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের এমনই বার্তা দেন শিক্ষামন্ত্রী। এমনটাই জানা গিয়েছে স্কুল শিক্ষা দফতর সূত্রে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন