বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন। এবার যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে।
এদিন বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা—
১। তফশিলি জাতি, আদিবাসী ও দুঃস্থ মানুষদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে সরকার। যে সমস্ত এলাকায় তফশিলি জাতি, আদিবাসী ও দুঃস্থ মানুষের সংখ্যা বেশি সেই সমস্ত অঞ্চলে আগামী তিন বছরে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এর জন্য আগাম অর্থবর্ষে ৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
২। অলচিকি ভাষার জন্য ৫০০টি নতুন স্কুল ও দেড় হাজার প্যারা টিচার নিয়োগ করা হবে। আগামী ৫ বছরে এই কাজ করা হবে। এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হল।
৩। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরী, কুর্মালি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল করা হবে। এর জন্য ৩০০ প্যারা টিচার নিয়োগ করা হবে। এই বাবদ ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৪। চা–বাগান এলাকায় আগামী ৫ বছরে ১০০টি সাদরি ভাষার বিদ্যালয় স্থাপন করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য ৩০০ জন প্যারা টিচার নিয়োগ করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।
৫। রাজবংশী ভাষার ২০০টি বিদ্যালয়কে অনুমোদন দেবে এবং আর্থিক সাহায্য করবে সরকার। এর জন্য আগামী অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।
৬। কিছু মাদ্রাসা স্কুল আছে যেগুলি সরকারি অনুমোদিত কিন্তু আর্থিক সাহায্য পায় না। সেগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বাজেট পেশের ঠিক আগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের সতর্ক করেন স্পিকার। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। আগেই বাজেট বয়কট করেছিল বাম-কংগ্রেস। মুখ্যমন্ত্রী এরপর বলেন,'আমি নিজে ৫টে রেল বাজেট পেশ করেছি। সাধারণ বাজেট দেখেছি। বাজেটের সময় কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু পারে না, জানে না। ৪-৫ জন মিলে এই অবস্থা।'
অলচিকি কোন ভাষা নয়, এটি হল সাঁওতালী ভাষার লিপি।
উত্তরমুছুন