দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। আর এর ফলে ক্রমশ চিন্তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৮৪৬। পরিস্থিতি বিবেচনা করে পঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে ফের স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১২ দিন ধরে ফের বেড়ে চলেছে করোনা সংক্রমণ।
উদ্ভূত পরিস্থিতিতে ২০২১ সালের CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর। তাঁরা চাইলে আগামী বোর্ডের প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন। এই জন্য তাঁদের নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে। পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের জন্য কীভাবে আবেদন করতে হবে, সেই সম্পর্কেও CBSE-র বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। করতে চান তাঁদের ২৫ মার্চের মধ্যে তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। পড়ুয়াদের আবেদন অনুসারে ৩১ মার্চের মধ্যে CBSE-র ওয়েবসাইটে অনুরোধ আপলোড করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন