নতুন অর্থবর্ষ শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে। এর কারণে লাগু হয়েছে পিএফ ট্যাক্সের নয়া নিয়ম। ২০২১ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
ঘোষণা করেছিলেন যে নতুন আর্থিক বছরে যাদের আয় বছরে আড়াই লক্ষ টাকার বেশি তাদের এবার থেকে কর দিতে হবে।
এই বিষয়টা বিশদে জেনে দরকার। যে কোনও ব্যক্তির বেসিক বেতনের ১২ শতাংশ পিএফের জন্য কাটা হয়। এর সঙ্গে, আরও ১২ শতাংশ টাকা সংশ্লিষ্ট সংস্থা ওই কর্মীর নামে জমা করে। অর্থাৎ একত্রে ২৪ শতাংশ টাকা ওই সংশ্লিষ্ট ব্যক্তির নামে সরকারের ঘরে জমা পড়ে প্রতি মাসে। কিন্তু পিএফ ট্যাক্সের নয়া নিয়মে যদি সংশ্লিষ্ট কর্মচারীর কাছ থেকে মাসে ২০,৮৩৪ টাকা বা বছরে ২.৫ লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলে তার উপর কর বসানো হবে। তবে নয়া এই নিয়মে কেন্দ্রীয় সরকার উচ্চ আয়ের মানুষদেরই করের আওতায় আনার পরিকল্পনা করছেন। সরকারের আয় বাড়ানোর জন্য এটাকে অবশ্য ভালো উপায় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন