দ্রুত গতিতে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। একদিন আগেই বিশ্বরেকর্ড গড়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। এবার সেই সংখ্যাটাও টপকে গেল ভারত। স্রেফ গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার মানুষ। সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃতের সংখ্যাও।
এমন সময় কোপ পড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে।
সূত্র মারফৎ খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ আগামী ১ জুলাই ২০২১ পর্যন্ত বাড়বে না। কোভিড পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের জন্য মোটের সুখকর নয়। তবে বর্তমান অতিমারি পরিস্থিতির মধ্যে যেভাবে ক্রমাগত অন্যান্য খাতে খরচ বৃদ্ধি পাচ্ছে, তাতে বাকি দিক থেকে খরচ ছেঁটে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। যদিও এই পদক্ষেপ স্থায়ী নয়। আপতত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে। আগের স্বাভাবিক অবস্থা ফিরে এলে পুনরায় ভাতা বাড়ানো হবে বলেই খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন