দ্রুত গতিতে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। একদিন আগেই বিশ্বরেকর্ড গড়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। এবার সেই সংখ্যাটাও টপকে গেল ভারত।
এমন সময় ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ, তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করলেন প্রধানমন্ত্রী। এদিনের এই ভার্চুয়াল বৈঠকে জীবনদায়ী ওষুধের কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে কড়া অবস্থান নিতে বলেন মোদী। সেই সঙ্গে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে সমন্বয়ের বার্তা দিলেন তিনি। জানালেন, অক্সিজেন সরবরাহে রেল, বায়ুসেনাকে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি তিনি জানান, রাজ্যগুলিকে ১৫ কোটি টিকা দিয়েছে কেন্দ্র। অতিমারি পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমন্বয় রেখে কাজ করবে। এদিনের বৈঠকে অক্সিজেনের অভাব নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অতিমারির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কেন্দ্র। তাঁর কথায়, যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তবে প্রয়োজনীয় জিনিসের অভাব হবে না।
প্রধানমন্ত্রী জানান, রেল ও বায়ুসেনাকে ব্যবহার করে দ্রুত অক্সিজেন পৌঁছনোর পদক্ষেপ করেছে কেন্দ্র। তবে ওষুধ ও ইঞ্জেকশনের কালোবাজারি রুখতে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপের আর্জি জানান তিনি। বলেন, কোনওভাবেই হাসপাতালের সুরক্ষা ব্যবস্থায় যেন কোনও ফাঁকফোঁকর না থাকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে তিনি জানালেন, অক্সিজেন সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন