বঙ্গে দৈনিক সংক্রমণ প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার নিয়ে বঙ্গে। রোজই আক্রান্তের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের হার ১৩ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১২ হাজার ৮৭৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জন ব্যক্তির। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৮.০১ শতাংশ। শুক্রবার অবশ্য রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি পেরিয়ে গিয়েছে। যার মধ্যে গত এক বছরে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষের কিছু বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৬৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।
এমন আবহে বন্ধ হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ৩ মে পর্যন্ত। শনিবার থেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তা এবার অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন