প্রায় প্রত্যেক দিন ভাঙছে রেকর্ড। আতঙ্ক ছড়াচ্ছে দ্রুত গতিতে। চিকিৎসকরাও বেশ চিন্তিত। দৈনিক আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ভারতে। রোজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বাড়াচ্ছে উদ্বেগ। বৃহস্পতিবার সকালের আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯। এর মধ্যে পশ্চিমবঙ্গে এক দিনে আক্রান্ত ২,৩৯০ জন।
গোটা দেশে দৈনিক করোনা সংক্রমণ যে হারে দ্রুত গতিতে বাড়ছে তাতে উদ্বিগ্ন সকলেই।
ওই আবেদনে বলা হয়েছে , নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নেতারা জনসভা করছেন এবং সেখানে প্রচুর লোকজনের একত্রিত হচ্ছে। বড় বড় নেতারা করোনা বিধি উপেক্ষা করে এভাবে মানুষকে জমায়েত হওয়ার জন্য বলছেন। তাঁরা অনেকাংশে দায়ী এই পরিস্থিতির জন্য। কিন্তু, প্রশাসন নির্বিকার। তাঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না। আবেদনে আরও বলা হয়েছে, কোনও করোনা বিধি না মেনেই নির্বাচনের জন্য বড় মিছিল করা হচ্ছে। অনেক রাজনৈতিক নেতা করোনা বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এভাবে জমায়েত করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না অভিযোগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন