প্রায় প্রত্যেক দিন ভাঙছে রেকর্ড। আতঙ্ক ছড়াচ্ছে দ্রুত গতিতে। চিকিৎসকরাও বেশ চিন্তিত। দৈনিক আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ভারতে। রোজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বাড়াচ্ছে উদ্বেগ। বৃহস্পতিবার সকালের আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯।
চিকিৎসকরা একে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে বর্ণনা করছেন। ভারতে টিকাকরনের প্রক্রিয়া শুরু হলেও পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের জন্যই সীমাবদ্ধ। এমন সময় পরীক্ষা বাতিলের দাবি জানালো সিবিএসই ও আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা। একই দাবি জানিয়েছেন বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডের পরীক্ষার্থীরাও।
ক্লাস ১০ ও ১২ এর সিবিএসই ও আইসিএসই বোর্ড পরীক্ষা আগামী ৪ মে ২০২১ থেকে শুরু হওয়ার কথা। সিবিএসইর পক্ষ থেকে একজন আধিকারিক জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০-৫০ শতাংশ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে করোনা কালে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিএসই র পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে পরীক্ষা সূচি বদলানোর কোনও সম্ভাবনাই এখন নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন