দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা। গতকাল যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৭। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে ১কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন।
একাধিক রাজ্যে আগামীকাল থেকে লকডাউন সহ নিষেধাজ্ঞা জারি হয়েছে। যার মধ্যে রয়েছে, মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। করোনাভাইরাস সংক্রমণের লাগামছাড়া উর্ধ্বগতিতে রাশ টানতে মহারাষ্ট্রে কঠোর লকডাউন জারির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জানা গিয়েছে, লকডাউন জারি করলে সমাজের বিভিন্ন অংশের জীবনজীবিকার ওপর প্রভাব পড়বে। সেই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আজ বৈঠক করবেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তবে টানা লকডাউউন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকার নতুন নির্দেশিকা জারি করেছে, পরবর্তী আদেশ অবধি সমস্ত সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, সমস্ত সিনেমা, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলিকে তাদের আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হবে।
নির্দেশিকাতে আরও বলা হয়েছে দিল্লির সুইমিং পুলগুলি বন্ধ থাকবে। দিল্লি মেট্রো এবং ডিটিসি এবং ক্লাস্টার বাসগুলি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে। কলেজ, কোচিং প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বিয়ে তে আমন্ত্রিত করতে হবে ৫০ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন