এদিন দত্তপুকুর এলাকায় রোড শো করেন মিঠুন। সেখানে তিনি এই প্রসঙ্গে বলেন, 'কেন এমনটা হবে? খুবই দু:খিত। চারজন মায়ের কোল খালি হয়ে গেল। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আর দাঙ্গা, সন্ত্রাস, হিংসা হবে না। এটা গ্যারান্টি।' এই প্রসঙ্গে মিঠুন আরও বলেন,'উস্কানিতে কেন সবাই পা বাড়াচ্ছেন? এইসব জিনিসে পা দেবেন না। এই ফাঁদে পা দেবেন না। কিন্তু, যদি কেউ এমন রাজনীতি করেন, তাহলে কী করতে পারি? আমাদের কোনও নেতা কি উস্কানি দিচ্ছেন? নীতির লড়াই করুন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন