দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা। গতকাল যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৭। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে ১কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন।
এই অবস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অফ বরোদা। আপাতত ৫ বছরের চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কের ম্যানেজমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মোটা বেতনে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, টেরিটরি হেড, গ্রুপ হেড, প্রোডাক্ট হেড, অপারেশন্স অ্যান্ড টেকনোলজি হেড, ডিজিটাল সেলস ম্যানেজার এবং ফাংশনাল অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। আপাতত ৫ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
সব মিলিয়ে ৫১১ টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন জানাতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। অনলাইন রেজিস্ট্রেশন করে তবেই আবেদন জানাতে হবে। আবেদন জানানোর বিস্তারিত পদ্ধতি জানতে দেখতে হবে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.co.in-এ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন