দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা। গতকাল যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৭। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে ১কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮ হাজার ৮৭ জন ।
একাধিক রাজ্যে আগামীকাল থেকে লকডাউন সহ নিষেধাজ্ঞা জারি হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম ধাক্কার পর দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন। ফলে বন্ধ হয়ে গিয়েছিল গণ পরিবহণ। এরমধ্যে ছিল ভারতের 'লাইফলাইন' ভারতীয় রেল। লকডাউনে প্রায় সাত মাস বন্ধ ছিল স্বাভাবিক ট্রেন চলাচল। স্বাভাবিক বলা হচ্ছে কারণ, পরিযায়ী শ্রমিক ও বিভিন্ন রাজ্যে আটকে পড়া ব্যক্তিদের নিজের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছিল রেল। এরপর আনলক পর্বে শুরু হয় স্পেশাল ট্রেন সার্ভিস। যদিও সংখ্যাটা খুবই কম। এখনও দেশজুড়ে স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে ফের নতুন করে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। যাকে বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ। ফলে প্রশ্ন উঠছে এবারও কি লকডাউন হবে? ট্রেন চলাচল কী ফের বন্ধ হয়ে যাবে?
ইতিমধ্যেই বহু রাজ্যের পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে শুরু করেছেন। যদিও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা আশ্বস্ত করলেন এই বলে, ট্রেন পরিষেবা কাটছাঁট বা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনমাফিক ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রেল প্রস্তুত। যখন যেমন চাহিদা, তেমন পরিষেবা দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন