করোনার কারণে আটকে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ। তবে আর এক মাসের অপেক্ষা, তারপরই মোটা অঙ্কের মাইনে ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন সংসদে জানিয়েছে, ১ জুলাই থেকেই আটকে থাকা ডিএ ও ডিআর দেওয়া শুরু হবে।
জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বাড়তে চলেছে। মহার্ঘভাতা বা ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছতে পারে। তবে আগের সিদ্ধান্ত মতোই কোনও রকম বকেয়া বা 'এরিয়ার' মিলবে না। নতুন মহার্ঘভাতা ১ জুলাই থেকেই কার্যকর হবে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের শীর্ষ সূত্রের বক্তব্য, "ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সময়ই বলে দেওয়া হয়েছিল, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন দফায় যে পরিমাণ ডিএ বাড়ার কথা, তা যোগ করেই নতুন ডিএ-র হার স্থির হবে। তবে কোনও ডিএ বাবদ কোনও বকেয়া দেওয়া হবে না। একই সঙ্গে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন, গরিবদের বিনামূল্যে রেশন এবং সরকারি কর্মচারীদের ডিএ-র বকেয়া মেটানো কেন্দ্রের পক্ষে সম্ভব নয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন