এদিন তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তাঁর দিকে তাকিয়ে 'সরি' বললেন মুকুল রায়। এই 'সরি' বলার পরই যেন আগের যাবতীয় বিভেদ নিমেষে সরিয়ে ফেলে সরকারিভাবে দ্রুত গতিতে সম্পূর্ণ হয়ে গেল একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের ঘাসফুলে ঘর ওয়াপসি। বিজেপি ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন আগেই। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।
মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে নিজের কথা বলতে যাচ্ছিলেন, তাঁর হাতে ধরে হালকা টানে চেয়ারে বসেই বক্তব্য রাখার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পর মুখে একগাল হাসি নিয়ে মুকুল রায় বললেন, 'এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে পুরনো ছেলেগুলোর সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে যে বিজেপি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় যাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমার ভালো লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এর নেতৃত্ব দেওয়ার জন্য যিনি তিনি সকলের নেত্রী, ভারতের নেত্রী মমতা।'
কেন 'ঘরে' ফিরলেন পরে তা বিস্তারিত লিখিতভাবে দেবেন বলেও জানালেন মুকুল রায় নিজেই। যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকাকালীন তৃণমূল ছেড়েছিলেন, আপাতত সেই দায়িত্বে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই উত্তরীয় পরিয়ে সরাকরিভাবে স্বাগত জানালেন দলে। যার পরে জড়িয়ে ধরলেন মুকুল রায়কে। আর সাংবাদিক বৈঠকে সঙ্গে মনোমালিন্য হয়েছিল কি না প্রশ্নের উত্তরে ধুলো ঝাড়ার ভঙ্গিতে বললেন, 'আমার সঙ্গে কখনও মনোমালিন্য ছিল না।' মমতা বন্দ্যোপাধ্যায়ও পুরনো সৈনিকের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মনোমালিন্য না থাকার কথা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন