করোনা আবহে শনিবার আয়োজিত হতে চলেছে চলতি বছরের রাজ্যের প্রথম 'অফলাইন' পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আগেই এই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে পরীক্ষা।
সেকারণে স্টাফ স্পেশাল ট্রেনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ওইদিন ছাড় দেবে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, টিকিট কেটে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা শনিবার ট্রেনে সফর করতে পারবেন। প্রত্যেক স্টেশনের কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের টিকিট মিলবে। তবে সেক্ষেত্রে জয়েন্টের অ্যাডমিট দেখিয়ে টিকিট কাটতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন