বিতর্কের মধ্যে আরও একধাপ এগোল রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ১৯ জুলাই, সোমবার থেকে কাউন্সেলিং শুরু হবে। করোনা আবহে এবার তা হবে সম্পূর্ণ অনলাইনে। শুক্রবার এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চলতি বছরের পুজোর আগেই রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে ১৪,৫০০ শিক্ষক। ৩১ জুলাইয়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আদালতের নির্দেশ অনুযায়ী। তাই দ্রুততার সঙ্গে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে মরিয়া SSC এবং শিক্ষা দফতর। করোনা পরিস্থিতিতে ভিড় করে ইন্টারভিউ নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই অনেক আলাপ-আলোচনার পর এবার অনলাইনেই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন