রাজ্যের শিক্ষা দফতরের সামনে দাঁড়িয়ে বিষপান করছেন চুক্তিভিত্তিক শিক্ষিকারা। আর এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি রাজ্যে। 'অনৈতিক' বদলির নির্দেশ প্রত্যাহার করার দাবিতেই বিষপান করেন ওই শিক্ষিকারা। সেই বদলি সংক্রান্ত একটি মামলা দিয়েই মঙ্গলবার আদালতে অস্বস্তির মধ্যে পড়ল রাজ্য সরকার। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে নিজের পর্যবেক্ষণে তিনি জানিয়ে দেন, চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির কোনও নির্দিষ্ট নীতি নেই।
সূত্রের খবর, মুর্শিদাবাদের ভোকেশনাল টিচার অনিমা নাথ এই মামলাটি করেছেন। তাঁকে হুগলির বলাগড় থেকে সোজা মালদায়, কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হয়েছিল। দফতরের সেই বদলির নির্দেশ বাতিল করতে চেয়েই হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। মামলাটির শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কীসের ভিত্তিতে এই বদলির নির্দেশ জারি করল রাজ্য? কোন ক্ষমতাবলে এই নির্দেশ? এমন প্রশ্নও তোলা হয়েছে। সূত্রের খবর, আগামীকাল, অর্থাৎ বুধবার শুনানি শুরু হলে এই বিষয় বিস্তারিত মতামত জানাতে হবে রাজ্য সরকারকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন