দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, কী ব্যবস্থা নিয়ে স্কুল খোলা যেতে পারে সে বিষয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে পরামর্শ চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে অগ্রগতি দেখে কেন্দ্র স্কুল খোলার বিষয়ে ভাবছে। তবে কীভাবে, কবে থেকে স্কুল খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির ওপরই ছাড়ার পক্ষপাতী কেন্দ্র, এমনটাই সূত্রের খবর।
এদিকে, করোনা আতঙ্ক কাটিয়ে এবার খুলে যাক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিন, শুক্রবারের সওয়াল-জবাবে রাজ্যের পক্ষে এজি (AG) জানান, রাজ্য সরকারই স্কুল খুলতে সবচেয়ে আগ্রহী। কারণ, তারা মনে করেন, অনলাইন ক্লাসের চেয়ে ক্লাসরুমে সশরীরে গিয়ে পড়াশোনা অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এমন যেন না হয় যে সংক্রমণের কারণে ফের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও ছোটদের করোনা ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা টিকা পাচ্ছে। কিন্তু তার চেয়ে কমবয়সিদের টিকাকরণ কবে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে, ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সব দিক মাথায় রেখে স্কুল খোলা নিয়েই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সূত্রের খবর, ছোটদের ৮৫ শতাংশ টিকা না হলে স্কুলে পড়ুয়াদের আনতে চায় না সরকার।
মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য, এভাবে সময় নষ্ট করছে সরকার। এত কিছু হচ্ছে, শুধু স্কুল, কলেজ কেন বন্ধ? আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানাতে পারে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, এমনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিনক্ষণ জানালে, তবেই তা আদালতে পেশ করতে পারেন অ্যাডভোকেট জেনারেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন