বেশকিছু সমস্যা নিয়ে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড। শোনা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতার দু-টি অণ্ডকোষের অবস্থাই খারাপ।
সূত্রের খবর, বুধবার সকালে তৃণমূল নেতাকে হাসপাতাল চত্বরেই হাঁটানো হয়েছে। ছ-মিনিট মতো হাঁটার পর নাকি আর হাঁটতে পারছিলেন না অনুব্রত। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ-মিনিটে ৭২ মিটার মতো হেঁটেছেন তিনি। তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে।
গরুপাচার কাণ্ডে গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। সেই কারণে এদিন এসএসকেএমে আসেন। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন