১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে। যদিও রাজ্যের তরফে মরিয়া চেষ্টা চলছে সেই বরাদ্দ ফিরে পাওয়ার জন্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে রাজ্যের আধিকারিকদের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে। এবার কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে 'ভুয়ো' টাকা উদ্ধারে বিশেষ গুরুত্ব দিল নবান্ন। তার জন্য এবার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হল রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে। গত ২৩ তারিখে জারি করা এক নির্দেশিকায় রাজ্য পঞ্চায়েত দফতর বলেছে, ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে সোশ্যাল অডিট করিয়ে কত টাকা উদ্ধার হয়েছে তার রিপোর্ট আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতেই হবে। ভুয়ো টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রয়োজনে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
এদিকে রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে জেলাশাসকদেরও চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। পঞ্চায়েত দফতরের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলির চিত্র ভয়ঙ্কর খারাপ। বিশেষত পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতে সোশ্যাল অডিট ইউনিট রিপোর্টের প্রেক্ষিতে কোন পদক্ষেপে নেওয়া হয়নি। পঞ্চায়েত দফতরের কমিশনার জেলাশাসকদের লিখেছেন সোশ্যাল অডিট রিপোর্ট পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে। বেআইনি ভাবে খরচ হওয়ার টাকা সাত দিনের মধ্যে উদ্ধার করতে হবে। এই টাকা 'স্টেট এমপ্লয়িজ গ্যারান্টি তহবিলে' জমা দিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন