দুর্নীতি ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। এমন আবহে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, "সব দলে চোর আছে। আমি এমন দল খুঁজছি, যেখানে একটাও চোর নেই। সেই দলের কার্যালয়ে আমি রোজ ঝাড়ু দেব।" মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিস্ফোরক এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবার পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সোদপুরে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতির প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "লোকে বলছে আপনাদের দলে চোর আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন