এদিন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ''প্রাথমিক স্কুলের পঠনপাঠন দেখতে যাব। যে কোনও একদিন স্কুল যাব। আগে ভাল করে পড়াও ছাত্রদের, তারপরে বদলি। এই মুহুর্তে কোনও বদলি হবে না। মিড ডে মিলটুকু দেওয়া হয়।"
'শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত।' এদিন এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সোমবার তাঁর নির্দেশ, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপরই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ দেবে না এই আদালত।
পুরুলিয়ার ওই প্রাথমিক স্কুল থেকে বদলি নিতে হাই কোর্টে মামলা করেন এক শিক্ষক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে? মামলকারীর আইনজীবী জানান, ৫৬ জন পড়ুয়া রয়েছে আর শিক্ষক ২ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন